ক্যাটাগরি: রাজনীতি

সাধারণ মানুষ আর চাঁদাবাজদের ভোট দেবে না: ড. হেলাল উদ্দিন

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. মো. হেলাল উদ্দিন বলেছেন, এখন বিএনপির চেয়ে জামায়াতের সমর্থন অনেক বেশি। জনগণ চায় একটা পরিবর্তন। সাধারণ মানুষ আর চাঁদাবাজদের ভোট দেবে না।

সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় রাজধানী মতিঝিলের একটি হোটেলে বাংলাদেশ জামায়াত ইসলামি মতিঝিল পূর্ব থানা আয়োজিত বিশিষ্ট ব্যাক্তিবর্গদের সন্মানে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিঝিল পূর্ব থানা থানার আমীর মো. নুরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মো. খলিলুর রহমান।

ড. হেলাল উদ্দিন বলেন, আমায়াতের আমির একজন জনপ্রিয় নেতা। বাংলাদেশের রাজনীতিতে এমন জনপ্রিয় নেতা বার বার আসেনা। তাই ডা শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াত ইসলামি সুন্দর সমাজ বিনির্মান করবে ইনশাআল্লাহ। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে শিশু বাচ্চারাও দেখলে চেনেন। নারায়েতকবির বলে স্লোগান দেয়। বাংলাদেশ জামায়াত ইসলামি ত্যাগ ও কোরবানির মাধ্যমে শিশু থেকে শুরু করে যুবক, বয়োবৃদ্ধ ও নারীদের মাঝে একটি আসন তৈরি করে নিয়েছে।

তিনি বলেন, বিএনপির হাবিবুর ও ফজলুর মত নেতা জামায়াতের মত দলের বিরুদ্ধে চিল্ল্যাইয়া কোন কাজ হবে না। এখন আমাদের চ্যালেঞ্জ নেওয়ার সময় এসেছে। জনগণের মধ্যে পরিবর্তনের একটি চেতনা তৈরি হয়ে গেছে। এই চাঁদা বাজদের আর দেখতে চাইনা। স্বৈরাচার পতনে ছাত্র আন্দোলনের শুরুর দিকে এই আন্দোলনকে স্বীকৃতি দেননি বিএনপি নেতারা। মির্জা ফখরুল বলেছিলেন, এই আন্দোলনের সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নেই। এখন তারা ক্রেডিট নিচ্ছে। এই আন্দোলনের রুপকার নাকি তারা! লজ্জা লাগে ভেলকি দেখে।এই ভেলকিবাজি জনগণ এখন বুঝে গেছে। এজন্য আমাদের জীবন বাজি রেখে হলেও ভোটের মাঠে পাহারাদার হিসেবে কাজ করতে হবে। কোন দলকে ভোট চুরি করতে দেব না।

তিনি আরও বলেন, আমাদের মা বোনদের আস্বস্ত করতে চাই আমরা তাদের যথার্থ সম্মান দেব। মা বোনরা ভোটের মাঠে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে বলে মনে করি। ভোট আমাদের আমানত এই আমানত রক্ষার্থে সবাইকে মাঠে থেকে কাজ করতে হবে। আগামী নির্বাচনে সবচেয়ে বেশি নির্যাতিত মজলুম দল হিসেবে আমাদের জান এবং মালের কোরবানি দেওয়ার প্রস্তুতিও নিতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা মোস্তফা খান, জামায়াত মনোনীত ৮নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী জাসিমুল হক পাটোয়ারী প্রমুখ।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার