সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৪ বারে ৩ লাখ ২৬ হাজার ৩৫ টি শেয়ার লেনদেন করে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৭ বারে ৪ লাখ ৩২ হাজার ৪২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫১ বারে ১ লাখ ৩৫ হাজার ২৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৬৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪.১৭ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্সের ৪.১২ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৩.৮১ শতাংশ, এস এস স্টিলের ৩.৫১ শতাংশ, সিনোবাংলার ৩.৪৬ শতাংশ এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের ৩.৩৯ শতাংশ দর কমেছে।
কাফি