ক্যাটাগরি: পুঁজিবাজার

দরবৃদ্ধির শীর্ষে মিথুন নিটিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিথুন নিটিং অ্যান্ড ডাইং পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন মিথুন নিটিংয়ের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল তাল্লু স্পিনিং মিলস্‌ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৮.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড-এর শেয়ার দর বেড়েছে ৪ টাকা বা ৮.০৫ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট ফাইন্যান্সের ৬.৯০ শতাংশ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৬.৭৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৬.৩৫ শতাংশ, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ৬.১৬ শতাংশ, রহিমা ফুড কর্পোরেশনের ৫.৫৬ শতাংশ, একমি পেস্টিসাইডের ৪.৮৬ শতাংশ এবং বিচ হ্যাচারির ৪.৭৭ শতাংশ দর বেড়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার