ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

বাংলাদেশ ব্যাংকের নারীর আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচিতে আইপিডিসি

বাংলাদেশ ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত নারীর আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক বিভাগীয় কর্মশালাতে অংশ নিয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। রাজশাহীর গোদাগাড়ীর সাফিনা পার্ক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের অংশ হিসেবে নারীদের আর্থিক সেবায় প্রবেশাধিকার বাড়ানো ও চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন।

একটি দায়িত্বশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে আইপিডিসি নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও প্রথমবারের মতো ঋণ গ্রহণে উৎসাহিত করতে তাদের সক্রিয় ভূমিকা তুলে ধরে। কর্মশালায় আইপিডিসি একটি ইন্টার‌্যাকটিভ স্টল পরিচালনা করে, যেখানে প্রদর্শিত হয় তাদের প্রধান উদ্যোগ ‘জয়ী’, নারীদের জন্য উপযোগী এসএমই ঋণ সমাধান এবং অর্থায়নের সুযোগ পেয়ে জীবন বদলে ফেলা সফল নারীদের অনুপ্রেরণামূলক গল্প। অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই স্টলে নারীদের জন্য আইপিডিসির কমিউনিটি পর্যায়ের কার্যক্রম ও আর্থিক শিক্ষামূলক কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আইপিডিসির একজন প্রতিনিধি প্রতিষ্ঠানের জেন্ডার-ইনক্লুসিভ ফাইনান্সের (লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন) প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরেন এবং সহানুভূতিশীল, সহজলভ্য ও নৈতিক আর্থিক সেবার গুরুত্বের ওপর জোর দেন। তার বক্তব্য কর্মশালার মূল লক্ষ্য গ্রামীণ ও শহরতলির নারীদের হাতের নাগালে আর্থিক সুযোগ পৌঁছে দেওয়ার প্রচেষ্টার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, আরও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার জন্য বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিভঙ্গির সাথে একাত্ম হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ‘জয়ী’ এবং এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা দেশের প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে নারীরা শুধু ঋণগ্রহীতা নয়, বরং নিজেদের কমিউনিটিতে পরিবর্তনের পথিকৃৎ হয়ে উঠবেন বলে আমি বিশ্বাস করি।

সামাজিক সুরক্ষা কর্মসূচি, সক্ষমতা উন্নয়ন উদ্যোগ এবং নীতি কাঠামোর মাধ্যমে বাংলাদেশের নারীদের আর্থিক ক্ষমতায়নকে আরও এগিয়ে নিতে কর্মশালায় সরকার, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও এবং কমিউনিটির প্রতিনিধিরা একত্রিত হয়ে আলোচনা করেন।

কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে আইপিডিসি আবারও প্রমাণ করেছে, তারা একটি দূরদৃষ্টিসম্পন্ন ও সামাজিকভাবে দায়িত্বশীল আর্থিক প্রতিষ্ঠান, যা দেশের সামগ্রিক উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নারীদের আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে আইপিডিসি একটি ন্যায়সঙ্গত ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলতে রূপান্তরমূলক ভূমিকা পালন করে যাচ্ছে।

শেয়ার করুন:-
শেয়ার