প্রশাসনের সদিচ্ছার অভাবে ভর্তি প্রক্রিয়া আধুনিকায়ন হচ্ছে না: শিবির সভাপতি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসান বলেছেন, ‘আগামীতে শিক্ষার্থীরা যেন ডিজিটাল মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে সেজন্য আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। কিন্তু প্রশাসনের সদিচ্ছার অভাবে এটা সম্ভব হচ্ছে না। সদিচ্ছা থাকলে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটালাইজড করা সম্ভব। শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতে প্রশাসন কাজ করবে বলে আশা করছি।’

গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের জন্য ব্যবস্থাকৃত হেল্পডেস্ক পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

মাহমুদুল হাসান বলেন, ‘নতুন শিক্ষাবর্ষে যারা ভর্তি হতে আসছে তাদের দিকনির্দেশনা দেওয়ার জন্য আমরা ভর্তি সহায়তা কেন্দ্র চালু করেছি। আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তির প্রক্রিয়াটা একটু জটিল। বিগত দিনগুলোতে দেখেছি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ২দিন লেগে যেত। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাক্ষর নিতে, টাকা জমা দিতে বিভিন্ন ভবন চিনতে সহযোগিতা করার জন্য আমাদের এই ভর্তি সহায়তা কেন্দ্রগুলো কাজ করছে।’

ভর্তি সম্পন্নকারী নবাগত শিক্ষার্থীরা জানান, ‘এই ভর্তি প্রক্রিয়া একটু জটিল। প্রথম এসে বুঝতে পারছিলাম না কোথায় যাবো। সবকিছু একদম নতুন। তারপর ভাইদের সহযোগিতায় কোন কাগজে কত, কোথায় কী লেখা, কোথায় যাওয়া লাগবে ইত্যাদি ভর্তি প্রক্রিয়ার সম্পর্কে জানতে পারি। তবে, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ এই ভর্তি প্রক্রিয়াকে ডিজিটালাইজ বা অনলাইনে করলে আমাদের জন্য সুবিধা হতো।’

ভর্তিসম্পন্নকারী নবাগত এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘ভর্তি প্রক্রিয়া দেখে জটিল মনে হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন হেল্প ডেস্ক সহযোগিতা আমার খুবই ভালো লেগেছে। কারণ, এখানকার ভবন অজানা, ভর্তি প্রক্রিয়াটাও অজানা, কোথায় কী আছে জানি না।’

সরেজমিনে দেখা যায়, গুচ্ছ-ভর্তি উপলক্ষে ৩ আগস্ট থেকে এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে। এর পূর্বে প্রাথমিক ভর্তি প্রক্রিয়ায়ও তারা সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

অর্থসংবাদ/কাফি/সাকিব

শেয়ার করুন:-
শেয়ার