ক্যাটাগরি: জাতীয়

পরিবহন খাত সংস্কার ছাড়া সড়কে প্রাণহানি বন্ধ নয়: যাত্রী কল্যাণ সমিতি

সড়ক পরিবহনখাতের সর্বাত্মক সংস্কার ছাড়া সড়কে প্রতিদিন ঘটে চলা প্রাণহানি বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার (৬ আগস্ট) নোয়াখালীসহ সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে এ মন্তব্য করেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

সংবাদমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে তিনি বলেন, জনদাবির পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে সড়ক পরিবহন আইন প্রণয়ন হলেও, মাফিয়া চক্রের চাপে তা যথাযথভাবে প্রয়োগ করা সম্ভব হয়নি। ফলে বিগত সরকারের সময়েই সড়ক দুর্ঘটনার হার বেড়েছে।

তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারও সেই পুরোনো পথেই হাঁটছে। পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর চাপে আইনটি আরও দুর্বল করার অপচেষ্টা চলছে। আর এই নতিস্বীকারের সুযোগে সড়কে চলছে এক ধরনের ‘মহোৎসবমুখর গণহত্যা’।

বিবৃতিতে আরও বলা হয়, সড়কে প্রতিদিন গড়ে অর্ধশতাধিক দুর্ঘটনায় ২০ থেকে ৩০ জন প্রাণ হারাচ্ছেন এবং শত শত মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করছেন। বিচারহীনতা, ক্ষতিপূরণ না পাওয়া এবং আইনি সহায়তার অভাবে দুর্ঘটনার শিকার পরিবারগুলো আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ছে। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো এসব ঘটনার কারণে চরম দারিদ্র্যের মুখে পড়ছে।

মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, আইনের শাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতার অভাবে সড়কে দুর্ঘটনার নামে গণহত্যা এখন চরম আকার ধারণ করেছে। তাই আর দেরি না করে সড়ক পরিবহনখাতের মূলগত সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার