ক্যাটাগরি: পুঁজিবাজার

ফারইস্ট ইসলামী লাইফের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৫ দশমিক ০৫ শতাংশ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৬ আগস্ট) দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৫৪ শতাংশ। আর ৪ দশমিক ১৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, জেনারেশন নেক্সট, ন্যাশনাল হাউজিং, প্রিমিয়ার লিজিং এবং শাইনপুকুর সিরামিক লিমিটেড।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার