অনিয়ম ও চুক্তি লঙ্ঘনের অভিযোগে আন্তঃকার্যকর ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম ‘বিনিময়’ স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।
২০২২ সালের নভেম্বরে চালু হওয়া এই প্ল্যাটফর্মটি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে লেনদেন সহজ করার লক্ষ্যে তৈরি হয়েছিল। এটি তৈরি করে আইসিটি বিভাগের আওতাধীন আইডিয়া প্রকল্প, ব্যয় হয় প্রায় ৬৫ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, (বিনিময় প্ল্যাটফর্ম চালু করতে) তাদের ওপর চুক্তি সইয়ের জন্য চাপ প্রয়োগ করা হয়। এমনকি কেন্দ্রীয় ব্যাংক মাসের পর মাস কোনো রক্ষণাবেক্ষণ ফি পায়নি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, আমরা চুক্তি যাচাইয়ের সুযোগ না পেয়ে বাধ্য হয়েই এটি চালু করি। শুরু থেকেই ছিল অনিয়ম। এখন আমরা এটি আইনগতভাবে বাতিল করেছি।
চুক্তি অনুযায়ী সরকার থেকে অর্থ পাওয়ার কথা থাকলেও সাত–আট মাস ধরে কোনো অর্থ পায়নি কেন্দ্রীয় ব্যাংক।
‘বিনিময়’ ব্যবহারে আগ্রহ ছিল না অনেক ব্যাংকেরই। ইন্টারফেস জটিল হওয়ায় ব্যবহারকারীরাও আগ্রহ দেখায়নি। এখন নতুন একটি প্ল্যাটফর্ম ‘মোজালুপ’-এর সহায়তায় তৈরি হচ্ছে, যা গেটস ফাউন্ডেশন দ্বারা সমর্থিত।
বর্তমানে বিকাশ, রকেট, এমক্যাশসহ ৮টি ব্যাংক এবং ২টি পিএসপি ‘বিনিময়’ ব্যবহার করছিল।
সংশ্লিষ্টরা বলছেন, একটি সহজ ও কার্যকর আন্তঃকার্যকর প্ল্যাটফর্ম চালু হলে দেশের ডিজিটাল পেমেন্ট খাতে বড় পরিবর্তন আসবে।