দেশে একটি পরিকল্পিত ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে, যার লক্ষ্য হলো রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে গণতান্ত্রিক ট্রানজিশন ব্যাহত করা-এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘জুলাই গণ-অভ্যুত্থান শোক ও বিজয় আয়োজিত’ যুবদলের এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “একটা ষড়যন্ত্র চলছে, একটা চক্রান্ত চলছে—দেশে আবার অস্থিরতা তৈরির চেষ্টা চলছে যেন গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত হয়। তবে যত দিন বিএনপি, যুবদল, ছাত্রদল আছে, তত দিন কোনো অপশক্তি গণতন্ত্র ধ্বংস করতে পারবে না।”
বর্তমান সময়কে ‘ট্রানজিশন পিরিয়ড’ হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমরা এখন একটি দুঃসময় পার করছি। কিন্তু আমাদের সামনে বড় চ্যালেঞ্জ—ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে পুনর্গঠন করা। বিএনপি অতীতেও দায়িত্ব নিয়েছে, এবারও সেই দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছে।”
তিনি বলেন, “হাসিনা সরকারের নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে আজকের অবস্থানে এসেছি। এখন আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে, সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “চলো কাদা ছোড়াছুড়ি বন্ধ করি। ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও অর্থনৈতিক পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশকে সামনে এগিয়ে নেই।”