ঝিনাইদহে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ কর্মসূচি

ঝিনাইদহে ‘আমার চোখে জুলাই বিপ্লব শহিদদের স্মরণে- গনতন্ত্রের কন্ঠস্বর: তারুণ্য থেকে তৃণমূল, সবার প্রতিভায় নতুন বাংলাদেশ’ কর্মসূচি আয়োজন করেছে জেলাো পরিষদ ঝিনাইদহ।

শনিবার (২ অগস্ট) সকাল ১০ টায় ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের মিলনায়তনে ১৩২ নং কক্ষে টিম জাগ্রত জুলাইয়ের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচি ১৫ জুলাই থেকে আরম্ভ হয়।

টিম জুলাইয়ের লিডার মো. সানজিদ আহমেদ সজিবের নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। এতে বিশেষ অতিথি হিসেবে ঝিনাইদহ প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও জেলা পর্যায়ে আইডিয়া বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রথীন্দ্রনাথ রায় উপস্থিত ছিলেন।

এছাড়াও , সরকারি কেশব চন্দ্র কলেজ, ঝিনাইদহ কলেজ, সরকারি নূরুন্নাহার মহিলা কলেজ, ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়, ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চারুগৃহ শিশুস্বর্গ ফুল, আস সুন্নাহ মাদ্রাসা, ইসলামিক আইডিয়াল স্কুল ঝিনাইদহের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

টিম জাগ্রত জুলাইয়ের লিডার সানজিদ আহমেদ সজিব বলেন, সকল পর্যায়ের শিক্ষার্থীরা জুলাই চেতনাকে মনেপ্রাণে ধারণ করে। প্রতিযোগিতায় তাদের স্বস্তঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকেও অনুপ্রেরণিত করেছে। তাদের চোখে দেখা জুলাইয়ের গল্প আমাদেরকে নতুন করে শিখিয়েছে জুলাই কিভাবে লালন করতে হবে।

ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল বলেন, আইডিয়া প্রতিযোগিতায় নির্বাচিত “আমার চোখে জুলাই বিপ্লব” কর্মসূচি জুলাই চেতনায় শিশুদের কিভাবে উদ্বুদ্ধ করা যায় এবং ইন্সটিটিউশনাল মেমোরি হিসেবে ধরে রাখা যায় ও প্রসার ঘটানো যায় তারই অংশ হিসেবে সরকার ও স্থানীয় সরকার এই আয়োজন করে। প্রতিযোগিতায় সকল পর্যায়ের শিক্ষার্থীদের স্বস্তঃস্ফূর্ত অংশগ্রহণে ও কার্যক্রমে জুলাই পরিপূর্ণভাবে ফুটে উঠেছে। আমি মনে করি, জুলাই চেতনা এর মাধ্যমে বাঁচবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে এর প্রসার ঘটবে।

উল্লেখ্য, ১৫ জুলাই থেকে ৩১ জুলাই চলামান আমার চোখে জুলাই বিপ্লব কর্মসূচির অংশ হিসেবে প্রতিযোগিতামূলক চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বক্তৃতা, একক অভিনয়, নাটক, ও অনলাইন জুলাই সংশ্লিষ্ট ভিডিও কন্টেন্ট তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।

অর্থসংবাদ/সাকিব/এসএম

শেয়ার করুন:-
শেয়ার