বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের অভিজ্ঞ পুঁজিবাজার বিশ্লেষক মো. সাইফুদ্দিন।
এর আগে গত ২৯ জুলাই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুসারে, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী তাঁকে চার বছরের জন্য কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিএসইসি কার্যালয়ে কমিশন সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে অন্যান্য কমিশনার ও কমিশনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান স্বাগত বক্তব্য প্রদান করেন এবং নতুন কমিশনারের বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা পুঁজিবাজারের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নবনিযুক্ত কমিশনার মো. সাইফুদ্দিন তাঁর বক্তব্যে বিএসইসির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি বাজার কাঠামোতে ইতিবাচক সংস্কার আনতে কাজ করবো এবং সবাই মিলে যৌথভাবে পেশাদারিত্বের সঙ্গে অগ্রসর হবো।”
তিনি আরও জানান, বিএসইসি’র কার্যক্রমকে বিনিয়োগকারীসহ অন্যান্য অংশীজনের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করার দিকেও গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিপর্ব অনুষ্ঠিত হয় এবং সবাই নবাগত কমিশনারকে আন্তরিকভাবে স্বাগত জানান।
উল্লেখ্য, মো. সাইফুদ্দিন দেশের অন্যতম শীর্ষ ব্রোকার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি ২০০১ সালে আইডিএলসি ফাইন্যান্সে তাঁর কর্মজীবন শুরু করেন এবং ২০০৯ সাল থেকে আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পেশাগতভাবে তিনি একজন চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) এবং সিএফএ সোসাইটি বাংলাদেশের সক্রিয় সদস্য।