সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে ছিল মূলত ব্যাংক ও আর্থিক খাতের কোম্পানিগুলো। এদিন দর বৃদ্ধির শীর্ষ তালিকায় রয়েছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর শেয়ার দর বেড়েছে ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে পূবালী ব্যাংকের ৯.৪৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৮.৮২ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৮.০৫ শতাংশ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৭.৪৪ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ৬.২৫ শতাংশ, নর্দাণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৬.১৯ শতাংশ এবং ওয়ান ব্যাংক পিএলসির ৬.১৭ শতাংশ দর বেড়েছে।
কাফি