সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। আজ কোম্পানিটির ৫১ কোটি ৩৩ লাখ ৮৯হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৩ লাখ ৮৬হাজার টাকার। আর ৩৮ কোটি ৩৭ লাখ ৯৫হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি , স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং পূবালী ব্যাংক পিএলসি।
কাফি