ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচীর সমাপনী ও সনদ বিতরণ

এবি ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের এসআইসিআইপি (SICIP) প্রকল্পের অধীনে কক্সবাজারে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচী’- এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২৫জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচীর আওতায় কয়েকজন উদ্যোক্তাকে ঋণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক এবং প্রোগ্রাম ডিরেক্টর মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান।

এসময় এবি ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং ইফতেখার এনাম আওয়াল, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ফজলুল হক এবং এবি ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ কক্সবাজার অঞ্চলের ২৫জন নতুন প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার