পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) মুনাফার বিপরীতে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচিত সময়ের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৬০ টাকা লভ্যাংশ দেওয়া হবে।
এই সময়ে কোম্পানিটি ১৯৪ কোটি ৫৬ লাখ টাকা নীট মুনাফা করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ১৭২ কোটি ৫৭ লাখ টাকা।
মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর আলোচিত লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ২১ আগস্ট।
গত বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকের আয়ের বিপরীতে ১০০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল।
এসএম