ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

ইউসিবি ইনভেস্টমেন্ট ও ইউসিবি স্টক ব্রোকারেজের মর্যাদাপূর্ণ স্বীকৃতির উদযাপন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির দুটি অঙ্গপ্রতিষ্ঠান- ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড- আন্তর্জাতিকভাবে সম্মানিত ‘ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স ২০২৫’ অর্জন করায় একসঙ্গে উদযাপন করেছে।

এই উপলক্ষে ইউসিবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি ও সিইও তানজিম আলমগীর, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের এমডি ও সিইও মোহাম্মদ রহমাত পাশাসহ ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিনিয়োগ ও ব্রোকারেজ সেবায় শীর্ষস্থান অর্জন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি পরপর তৃতীয়বারের মতো পেয়েছে ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ২০২৫’ পুরস্কার। এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির দক্ষতা, কৌশলগত উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক সেবার উৎকর্ষকে তুলে ধরেছে। বড় বড় প্রকল্পে পরামর্শ দেওয়া থেকে শুরু করে টেকসই বিনিয়োগ উদ্যোগে নেতৃত্ব দেওয়া—সবক্ষেত্রেই ইউসিবি ইনভেস্টমেন্ট দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

অন্যদিকে, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড পেয়েছে দুটি সম্মানজনক পুরস্কার: ‘সেরা সিকিউরিটিজ হাউস– বাংলাদেশ ২০২৫’ এবং ‘সেরা গবেষণাধর্মী ব্যাংক– বাংলাদেশ ২০২৫’।

২০২১ সাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের দিক থেকে শীর্ষে থাকা এই প্রতিষ্ঠান গবেষণা, প্রযুক্তি ও গ্রাহকসেবায় নিরলস কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের গবেষণা বিভাগে রয়েছে অভিজ্ঞ বিশ্লেষক দল, যার মধ্যে তিনজন সিএফএ চার্টার হোল্ডার আছেন, যারা নিয়মিত বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বাজার বিশ্লেষণ প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির প্রধান নির্বাহীরা গ্রাহক, অংশীদার ও কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও উদ্ভাবন, বাজার উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, এই অর্জন শুধু পুরস্কার নয়, বরং আন্তর্জাতিকভাবে ইউসিবি ইনভেস্টমেন্ট ও ইউসিবি স্টক ব্রোকারেজের নেতৃত্ব, পেশাদারিত্ব ও সাফল্যের স্বীকৃতি। এই দুই প্রতিষ্ঠান বাংলাদেশে আর্থিক খাতের মান উন্নয়নে ধারাবাহিকভাবে নতুন মাইলফলক তৈরি করে চলেছে।

শেয়ার করুন:-
শেয়ার