ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় ৩৯৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন ছাড়ালো ৩৯৫ কোটি ৬৩ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৮ জুলাই) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৪ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ৪ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ২২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৬৯ ও ২০৮০ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১১টি, কমেছে ১১৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারের।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার