ক্যাটাগরি: পুঁজিবাজার

বিজিআইসির সঙ্গে সন্ধানী লাইফের শরিয়াহ ফান্ডের ট্রাস্ট ডিড সই

সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড তার প্রথম ২৫ কোটি টাকার শরিয়াহ মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট ডিড বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী পিএলসির (বিজিআইসি) সঙ্গে স্বাক্ষর করেছে।

রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী পিএলসির (বিজিআইসি) কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে, গত ১৩ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ট্রাস্ট ডিড অনুমোদন করে।

দেশের স্বনামধন্য মার্চেন্ট ব্যাংক সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড (এসএলএফএল) এই তহবিলের পৃষ্ঠপোষক এবং বিজিআইসি একটি তালিকাভুক্ত সাধারণ বীমা কোম্পানি, এই তহবিলের ট্রাস্টি হিসেবে ট্রাস্ট ডিডে স্বাক্ষর করে। এসএলএফএল’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. নজরুল ইসলাম, এফসিএমএ, এসিএমএ, সিজিএমএ (যুক্তরাজ্য) এবং বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই তহবিলের প্রাথমিক আকার নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। তহবিলটি পরিচালনার দায়িত্বে থাকবে সন্ধানী এসেট ম্যানেজমেন্ট লিমিটেড (সন্ধানী এএমএল)। এটি সন্ধানী এএমএল’র দ্বিতীয় ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ড এবং প্রথম শরিয়াহভিত্তিক ফান্ড। শরিয়াহ ভিত্তিক বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি-সমন্বিত আকর্ষণীয় মুনাফা প্রদানের লক্ষে ফান্ডটি গঠন করা হয়েছে। এসেট ম্যানেজমেন্ট কোম্পানিটি পেশাদারভাবে ফান্ড পরিচালনার নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি প্রচলিত ও ডিজিটাল উভয় মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য সহজলভ্য করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

এর আগে, ২০২২ সালে সন্ধানী এএমএল দেশের প্রথম নো-ডিভিডেন্ড ফান্ড ‘সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড’ চালু করে, যার বর্তমান পরিচালনাধীন সম্পদ ১০০ কোটিরও বেশি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ওয়াইস হুদা, বিজিআইসির আর্থিক পরামর্শক আনিসুজ্জামান চৌধুরী, সন্ধানী গ্রুপের উপদেষ্টা মাহমুদুল বারী, সন্ধানী এএমএল চেয়ারম্যান মো. শাহেদুজ্জামান চৌধুরী, সন্ধানী এএমএল ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মীর আরিফুল ইসলাম, এবং সন্ধানী এএমএল চিফ ইনভেস্টমেন্ট অফিসার ও সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মো. তানভীর ইসলাম।

বাংলাদেশের ক্রমবর্ধমান আর্থিক খাতে শারিয়াহভিত্তিক বিনিয়োগের প্রসারে এটি একটি সুদৃঢ় ও সমন্বিত পদক্ষেপের প্রতিফলন।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার