ক্যাটাগরি: পুঁজিবাজার

ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৯ কোটি ২২ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

রোববার (২৭ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ট্রাস্ট ইসলামী ব্যাংক লাইফ ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড (ইআইএল) এবং আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেডের (এআইএল) শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ট্রাস্ট ইসলামী ব্যাংক লাইফ ইন্সুরেন্স-এর। এদিন কোম্পানিটির ২ কোটি ৩০ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এ ক মি পেস্টিসাইড ৭৭ লাখ ৫০ হাজার টাকার,চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৪৯ লাখ ২৪ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৩৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার