ক্যাটাগরি: জাতীয়

দুর্নীতিবিরোধী কার্যক্রমে আমরা সোচ্চার: বাণিজ্য উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের আন্দোলন সংগ্রামের একটি মাইলফলক। আমরা দায়িত্ব নেওয়ার পর দুর্নীতিবিরোধী কার্যক্রমেও আমরা সোচ্চার হয়েছি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, আমরা যদি সেবাকে দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে পারি তবে বুঝবো জুলাই গণআন্দোলনের মূল শিক্ষা আমরা ধারণ করতে পেরেছি।

শনিবার (২৬ জুলাই) দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণ-২০২৫ অনুষ্ঠানমালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার (উপদেষ্টা পদমর্যাদা) আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) আব্দুন নাসের খান। এছাড়া ছাত্র জনতার অভ্যুত্থানে ৪ আগস্ট দৃষ্টি হারানো মো. সাব্বির আহমেদ জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

পর্যটন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করছি-ঐতিহাসিক জুলাই আন্দোলনের এক বছর পূর্তি। এ জুলাই আন্দোলনে নিহত সব শহীদদের প্রতি গভীর ও বিনম্র শ্রদ্ধা, অগণিত আহতদের জানাই সহমর্মিতা ও সম্মান। একই সঙ্গে গভীর সমবেদনা ও দুঃখ জানাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হৃদয় বিদারক বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন মানুষের প্রাণহানির ঘটনায়।

তিনি বলেন, জুলাই আন্দোলন আমাদের রাষ্ট্র ও প্রশাসনের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এ অধ্যায় কেবল প্রতিবাদ কিংবা বিরোধের নয়-এটি আশাবাদ ও পরিবর্তনের আকাঙ্ক্ষা আর জনগণের অধিকার প্রতিষ্ঠার এক সাহসী আহ্বান। এটি বাংলাদেশে নতুন এক বৈষম্যহীন ও ন্যায়বান রাষ্ট্র সৃষ্টির জন্য অদম্য পথযাত্রার সূচনা করেছে। ছাত্ররা এ আন্দোলনে পথ দেখিয়েছিল আর আপামর জনগণ সেদিন এ আন্দোলনে শরিক হয়েছিল। আপনারা দেখেছেন সেসময় রাজপথের দেয়ালে, ব্যস্ত সড়কে আর গ্রামের অলিতে গলিতে যে গ্রাফিতি আঁকা হয়েছিল তা শুধু চিত্র নয়, ছিল বাংলাদেশের মানুষের আর্তনাদ ও বিদ্রোহী কণ্ঠস্বর।

উপদেষ্টা বলেন, যে কোনো গণআন্দোলনের পর একটি জাতির সামনে আসে আত্মবিশ্লেষণের সময়। আমরা পেছনে ফিরে তাকাই-কেন এই পরিস্থিতি তৈরি হয়েছিল? কোথায় কোথায় আমরা প্রশাসনিকভাবে ব্যর্থ হয়েছি? আর আমরা সামনে তাকাই-এই ব্যর্থতা কাটিয়ে উঠতে আমাদের করণীয় কী? অনেক দেশেই গণআন্দোলনের পর সংবিধান সংস্কার, নির্বাচন এবং সমঝোতার মাধ্যমে একটি স্থিতিশীল গণতান্ত্রিক পথে এগিয়ে যাওয়ার উদাহরণ রয়েছে, যেমন আফ্রিকার রুয়ান্ডা। এর অন্যতম কারণ ছিল তাদের প্রশাসনিক সক্ষমতা এবং রাজনৈতিক সদিচ্ছা।

তিনি বলেন, আমাদের দেশেও জুলাই আন্দোলনের পর আমরা প্রশাসনের সব স্তরে আত্মজিজ্ঞাসা করেছি- আমরা কোথায় জনগণের চাহিদা শুনিনি? এ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত আইন, বিধি ও নীতিমালায় সংস্কার এবং নতুনভাবে প্রণয়নের মাধ্যমে আমরা সুশাসন নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি খাতের সম্মিলনে সামষ্টিকভাবে কাজ করছি। আওতাধীন দপ্তর ও সংস্থার কাজে দৃশ্যমান গতি এনেছি। দুর্নীতিবিরোধী কার্যক্রমেও আমরা সোচ্চার হয়েছি।

তিনি আরও বলেন, আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ বাড়িয়েছি, কার্যকরী পরিবর্তন আনতে সচেষ্ট হয়েছি এবং সবচেয়ে বড় কথা, আমরা জনগণের ওপর আস্থা রাখতে শিখেছি। জনগণ শুধু সংখ্যা নয়, জনগণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এ অর্জন আমাদের সবার। আমরা যদি সেবাকে দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে পারি তবে বুঝবো জুলাই গণআন্দোলনের মূল শিক্ষা আমরা ধারণ করতে পেরেছি। আমরা যেন এমন একটি রাষ্ট্র ও প্রশাসন গড়ে তুলি, যেখানে নাগরিকের কণ্ঠস্বর উপেক্ষিত হবে না, যেখানে সিদ্ধান্ত হবে তথ্যভিত্তিক ও জনস্বার্থে এবং যেখানে প্রশাসন জনগণের সবচেয়ে বড় মিত্র হয়ে উঠবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বলেন, তরুণদের কখনো দমিয়ে রাখা যায় না। তারা উদ্যম তারা দুর্বার। যখন তাদের বাধা দেওয়া হয় তারা হয়ে ওঠে আরও অনির্বাণ। তরুণরা যে কত দুর্বার হতে পারে জুলাই আগস্টের অভ্যুত্থান আমাদের তা দেখিয়েছে। এ সময় তিনি সব রকম দুর্নীতি থেকে বেরিয়ে এসে দেশ গড়ায় আত্মনিয়োগ করতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে সম্পূর্ণভাবে দৃষ্টি হারানো ১১ জন জুলাই যোদ্ধার হাতে ইউএস বাংলা এয়ারলাইনস এর দেওয়া পবিত্র ওমরাহ পালনের জন্য (ঢাকা- জেদ্দা- ঢাকা) দুটি করে টিকিট প্রদানের কনফারমেশন লেটার ও স্কাই ক্যাপিটাল এয়ারলাইনসের পক্ষ থেকে দেওয়া ওমরাহ হজ পালনের অন্যান্য ব্যয়ের ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এছাড়া জুলাই অভ্যুত্থান নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী তিন জনের হাতে আভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল ২০২৪ এর ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে চিত্রাঙ্কন ও রক্তদান কর্মসূচি। উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রক্তদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এছাড়াও জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় করতে পর্যটন মেলার আয়োজন ছিল। মোট ১০টি স্টল মেলায় অংশ নেয়। অতিথিদের নিয়ে বাণিজ্য উপদেষ্টা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার