কমতে পারে উৎসে করহার

কমতে পারে উৎসে করহার
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর নীতি) মো. আলমগীর হোসেন জানিয়েছেন, যেসব খাতে উৎসে কর কাটা হয়, সেসব খাতে বিদ্যমান করহার আগামী বাজেটে কমতে পারে।  শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরর বিজয়নগরের রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত ‘রিটার্ন ফরম পূরণ ও আয়কর’ শীর্ষক এক কর্মশালায় এসব কথা জানান তিনি।

তিনি বলেছেন, কর ব্যবস্থপনাকে ডিজিটালাইজ করার অংশ হিসেবে অনলাইনে কর দেয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে আয়কর বিভাগ। এরই ধারাবাহিকতায় আগামী বছর রিটার্ন দাখিলে কিছু ক্ষেত্রে অনলাইনে করদাতার আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হতে পারে। আয়কর আইন, রিটার্ন ও আয়কর জমা পদ্ধতি সহজ হলে করের আওতা বাড়বে। করদাতাদের মধ্যে প্রাথমিক করভীতি কমবে। করদাতা নিজেই রিটার্ন পূরণ ও জমা দিতে পারবেন।

তিনি আরও বলেন, আগামী জুনের মধ্যে নতুন আয়কর আইনের একটি ভিত্তি দাঁড়িয়ে যাবে। আইনটি বাংলায় তৈরি হচ্ছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষসহ (বিআরটিএ) কর ফাঁকি রোধে একাধিক প্রতিষ্ঠানের তথ্যভণ্ডারের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যোগসূত্র স্থাপনের কাজ শেষ পর্যায়ে বলেও জানান এনবিআরের এই সদস্য।

আয়োজনে বক্তারা মাঠ পর্যায়ে কর ভীতি নিরসনে এনবিআরকে উদ্যোগ নেয়ার পাশাপাশি কর আদায়সহ পুরো ব্যবস্থাপনা আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি শারমিন রিনভি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ