ক্যাটাগরি: পুঁজিবাজার

সরকারি সংস্থায় ক্যাস্ট্রল লুব্রিকেন্টস সরবরাহ করবে ইস্টার্ন লুব্রিকেন্টস

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি বিদ্যুৎ খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি ক্যাস্ট্রল ব্র্যান্ডের লুব্রিকেন্টস বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে ক্যাস্ট্রল লুব্রিকেন্টসের অনুমোদিত ডিস্ট্রিবিউটর রক এনার্জি লিমিটেডের সঙ্গে কোম্পানিটি একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠিত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির ২৯২তম পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত চুক্তি অনুমোদন করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত চুক্তির আওতায় ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি বিভিন্ন সরকারি সংস্থার কাছে ক্যাস্ট্রল ব্র্যান্ডের লুব্রিকেন্টস বিক্রি ও বিপণন করবে।

উল্লেখ্য, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স হচ্ছে রাষ্ট্রীয় মালিকানার একটি কোম্পানি। কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর পরিশোধিত মূলধন ১ কোটি ৫৮ লাখ টাকা, শেয়ার সংখ্যা ১৫ লাখ ৮৭ হাজার।

ক্যাস্ট্রল হচ্ছে যুক্তরাজ্যভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি। প্রায় একশ বছরের পুরনো এই কোম্পানি ক্যাস্ট্রল ব্র্যান্ডের লুব্রিকেন্টস বাজারজাত করে থাকে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার