ক্যাটাগরি: পুঁজিবাজার

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রতিষ্ঠানটির দর আগের দিনের তুলনায় ১৩ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৯৩ শতাংশ কমেছে। যার ফলে আজ ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কেয়া কসমেটিকসের দর কমেছে আগের দিনের তুলনায় ৪ শতাংশ। আর ৩ দশমিক ৭৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আরএকে সিরামিক।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএসসি, ন্যাশনাল ফিড মিল, সমতা লেদার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, শাইনপুকুর সিরামিক, মোজাফফর হোসেন স্পিনিং এবং নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেড।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার