ক্যাটাগরি: পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯8 প্রতিষ্ঠানের মধ্যে ১৬১টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৪ জুলাই) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক এশিয়া। শেয়ারটির দর ৯ দশমিক ৮২৬ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৭ দশমিক ৮২১ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, আইডিএলসি ফাইন্যান্স, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ইনটেক লিমিটেড, এশিয়া প্যাসিফিক এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার