চীন থেকে ঋণ নিয়ে পাকিস্তান অর্থ ফেরত দিল সৌদিকে

চীন থেকে ঋণ নিয়ে পাকিস্তান অর্থ ফেরত দিল সৌদিকে
সৌদি আরবকে দ্বিতীয় দফায় ঋণের ১০০ কোটি ডলার ফেরত দিয়েছে পাকিস্তান। রিয়াদের কাছ থেকে ইসলামাবাদ ৩৩০ কোটি ডলার ঋণ নিয়েছিল। এর আগে গত জুলাই মাসে দেশটি প্রথম ধাপে সৌদি আরবকে আরও ১০০ কোটি ডলার ফেরত দেয়। দ্যা ডনের সূত্রে এ তথ্য জানা যায়।

পাকিস্তান সৌদি আরবের বাকি অর্থ পরিশোধ করার জন্য চীনের সহযোগিতা চেয়েছে। চীন থেকে বাণিজ্যিক ঋণ নিতে চায় পাকিস্তান। চীন যদি পাকিস্তানকে এ ধরনের ঋণ দেয় তাহলে সেই অর্থ দিয়ে সৌদি আরবের বাকি ঋণ পরিশোধ করবে ইসলামাবাদ।

সৌদি আরবের এ অর্থ আগামী মাসের মধ্যে পাকিস্তানকে পরিশোধ করতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে চীন হচ্ছে পাকিস্তানের অর্থ সহায়তাকারী সবচেয়ে বড় মিত্র দেশ।

সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিকভাবে দীর্ঘদিনের সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং রিয়াদ কখনো পাকিস্তানকে ঋণের অর্থ ফেরত দেয়ার জন্য চাপ সৃষ্টি করেনি। সম্প্রতি ইসরাইলকে স্বীকৃতি দিতে মার্কিন প্রভাবে সৌদি আরব চাপ দিতে থাকে পাকিস্তানকে। কিন্তু পাকিস্তান অস্বীকৃতি জানালে চলতি বছরের প্রথম দিকে সৌদি আরব ঋণের ৩৩০ কোটি ডলার ফেরত দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া