ক্যাটাগরি: পুঁজিবাজার

দুয়ার সার্ভিসেসের কিউআইও সম্মতিপত্র বাতিল

পুঁজিবাজারের তালিকাভুক্তির অপেক্ষায় থাকা দুয়ার সার্ভিসেস পিএলসির আবেদনের প্রেক্ষিতে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সম্মতিপত্র বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২২ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৪ তম কমিশন সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (২৩ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাভুক্তির অপেক্ষায় থাকা দুয়ার পিএলসির কিউআইও সম্মতিপত্র বাতিল করেছে কমিশন। কোম্পানিটির চলতি বছরের ২৫ জুন করা কিউআইও প্রত্যাহার আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ ডিসেম্বর ইস্যুকৃত কিআইও সম্মতিপত্রটি বাতিল করে বিএসইসি।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার