ক্যাটাগরি: পুঁজিবাজার

রিজেন্ট টেক্সটাইলের ৫ পরিচালকে ১০০ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত

আইপিও অর্থে বিধিবহির্ভূত বিনিয়োগের অভিযোগে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডকে ৯০ কোটি টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিক অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে যথা সময়ে অর্থ ফেরত দিতে বর্থ হলে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ পরিচালকের প্রত্যেককে ২০ কোটি টাকা করে মোট ১০০ কোটি টাকা আর্থিক জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি বিএসইসি।

মঙ্গলবার (২২ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৪ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (২৩ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিজেন্ট টেক্সটাইল আইপিও সম্মতিপত্রের শর্ত ভঙ্গ করে ৮০ কোটি ১১ লাখ টাকা (সুদসহ) ব্যবহার করেছে, কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান লেগ্যাসি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ/ক্রয়ে ব্যবহার করেছে। এই বিনিয়োগ আইপিও প্রস্তাবে উল্লেখ না থাকায় তা সরাসরি বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থী বলে বিবেচিত হয়েছে।

এই অনিয়মের ফলে রিজেন্ট টেক্সটাইলকে ৩০ দিনের মধ্যে ৯০ কোটি টাকা কোম্পানিতে ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ে অর্থ ফেরত/জমা প্রদান করতে ব্যর্থতায় রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানির ৫ জন পরিচালক যথা: ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, পরিচালকগণ মো. ইয়াকুব আলী, মো. ইয়াসিন আলী, তানভীর হাবিব এবং মাশরুফ হাবিবের বিরুদ্ধে জরিমানা কার্যকর হবে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার