এএফসি হেলথ লিমিটেডে অবৈধভাবে বিনিয়োগ করা অর্থ ফেরত আনার জন্য ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ৩০ দিনের মধ্যে ওই বিনিয়োগকৃত অর্থ সুদসহ ফেরত প্রদানেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
মঙ্গলবার (২২ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৪ তম কমিশন সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (২৩ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কর্তৃক ব্যবস্থাপনাকৃত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান ফান্ড ফান্ড হতে ২০১৭ সালে এএফসি হেলথ লিমিটেডে ৪ কোটি টাকা বিনিয়োগের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন লঙ্ঘিত হয়। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট ফান্ডের ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুন্ন হয়েছে বিধায় ৩০ দিনের মধ্যে ৯ কোটি টাকা উক্ত ফান্ডে ফেরত বা জমা প্রদানের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়। এর ব্যর্থতায় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে ১০ কোটি টাকা অর্থদন্ড আরোপেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও, অনিয়ম সংঘটিত হওয়ার পেছনে উক্ত মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যথাযথ তদারকি ও দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট ফান্ডের ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুন্ন হয়েছে বিধায় ট্রাস্টি ১ কোটি টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হলো।
এসএম