সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১০২টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৩ জুলাই) প্রতিষ্ঠানটির দর আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৬ দশমিক ৮৬ শতাংশ কমেছে। যার ফলে আজ ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের দর কমেছে আগের দিনের তুলনায় ৫ দশমিক ৮১ শতাংশ। আর ৫ দশমিক ২৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে দেশ গার্মেন্টস।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা পেট, রহিমা ফুড, মেট্রো স্পিনিং, স্টাইলক্রাফট, আরামিট সিমেন্টস, নিউলাইন ক্লোথিং এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেড।
এসএম