বিশ্ববাজারে স্বর্ণ ও রূপার দাম বেড়েছে

বিশ্ববাজারে স্বর্ণ ও রূপার দাম বেড়েছে
তেলের দামের বড় উত্থানের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণ ও রূপার দামও বৃদ্ধি পেয়েছে। গেল এক সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে প্রায় আড়াই শতাংশ। এতে একমাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে দামি এই ধাতুটি। স্বর্ণের পাশাপাশি রূপার দামেও বড় উত্থান হয়েছে। সপ্তাহের ব্যবধানে রূপার দাম বেড়েছে প্রায় ৮ শতাংশ। একমাসের মধ্যে রূপার দামও এখন সর্বোচ্চ।

তথ্য মতে, মহামারি করোনাভইরাসের প্রকোপের মধ্যে চলতি বছরের শুরু থেকেই বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। দফায় দফায় দাম বেড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ২ হাজার ৭৪ ডলারে উঠে যায়। তবে ৭ আগস্ট থেকে পতনের কবলে পড়ে উড়তে থাকা স্বর্ণের দাম। ১১ আগস্ট এসে বড় পতন হয় স্বর্ণের দামে। একদিনে প্রতি আউন্স স্বর্ণের দাম ১১২ ডলার পর্যন্ত কমে যায়। এরপর চলতে থাকে স্বর্ণের দরপতনের ধারা। এতে সেপ্টেম্বর মাসের শেষের দিকে প্রতি আউন্স স্বর্ণের দাম সাড়ে ১ হাজার ৮০০ ডলারের কাছাকাছি নেমে যায়।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার মধ্যেই ইউরোপজুড়ে শুরু হয় করোনার দ্বিতীয় ধাপ। এতে বিশ্ববাজারে আবার স্বর্ণের দাম বৃদ্ধির প্রবণতা দেখা দেয়। ১ হাজার ৯০০ ডলারের নিচে নেমে যাওয়া স্বর্ণের দাম আবার বাড়তে থাকে। বিশ্ববাজারে দাম বৃদ্ধি পাওয়ায় ১৫ অক্টোবর থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়।

তবে নভেম্বরে শেষদিকে এসে আবার পতনের মধ্যে পড়ে স্বর্ণের দাম। এতে এক সপ্তাহের মধ্যে ২৫ নভেম্বর এবং ২ ডিসেম্বর দু’দফায় দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৬৬৭ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৭৬৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৫০ হাজার ৪৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

অবশ্য দেশের বাজারে স্বর্ণার দাম কমানোর ঘোষণা দেয়ার দিনেই (১ ডিসেম্বর) বিশ্ববাজারে আবার বড় উত্থানের আভাস পাওয়া যায়। দাম বাড়ার প্রবণতা গত সপ্তাহেও দেখা গেছে। এতে সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ২৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮৮১ দশমিক শূন্য ৪ ডলারে উঠে এসেছে। এর মাধ্যমে মাসের ব্যবধানে দশমিক ৭৩ শতাংশ এবং বছরের ব্যবধানে ২৩ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়েছে স্বর্ণের দাম।

স্বর্ণের পাশাপাশি রূপার দামেও বড় উত্থান হয়েছে। গত এক সপ্তাহে রূপার দাম ৭ দশমিক ৭৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স রূপার দাম ২৫ দশমিক ৭৭ ডলারে উঠে এসেছে। এতে মাসের ব্যবধানে রূপার দাম বেড়েছে ৬ দশমিক ৯৮ শতাংশ। আর বছরের ব্যবধানে রূপার দাম বেড়েছে ৪৩ দশমিক শূন্য ১ শতাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া