সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২২ জুলাই) কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরএকে সিরামিকের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫৬ শতাংশ। আর ৮ দশমিক ৭৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণ ওয়ান: স্কিম টু, লিন্ডে বাংলাদেশ, বিএসসি, শমরিতা হসপিটাল, সমতা লেদার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং ডাচ-বাংলা ব্যাংক পিএলসি।
এসএম