ক্যাটাগরি: রাজধানী

জুলাই শহীদদের স্মরণে শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদে দোয়া

জুলাই শহীদদের স্মরণে রাজধানীর ঐতিহ্যবাহী শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) আসর নামাজের পরে “আল্লাহর পথে যারা নিহত হয়, তাদেরকে মৃত বলো না; বরং তারা জীবিত” এই কুরআনিক ঘোষণাকে সামনে রেখে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, “শহীদরা শুধু ইতিহাসের পাতা নয়, আমাদের চেতনায় চিরজাগরুক। তাঁদের ত্যাগ ও রক্ত আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগায়।”

আলোচনা পর্বে ইসলামী চিন্তাবিদ সাদিকুর রহমান আজহারী বলেন, শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামীন ছয়টি পুরস্কার দিয়ে থাকেন। তা হলো- প্রথম ফোটা রক্তের সাথেই শহীদদের সকল গুনাহগুলো আল্লাহ তায়ালা মাফ করে দেন। শহীদদেরকে জান্নাতের ঠিকানা চোখের সামনে দেখানো হয়। পরিবার হারা শহীদদেরকে আল্লাহতালা সেদিন পরিবার দান করবেন। কবরের আজাব থেকে শহীদদেরকে আল্লাহ মাফ করবেন । কেয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ তায়ালা শহীদদের কে হেফাজত করবেন। শহীদরা রক্তমাখা জামা পরে আল্লাহর সামনে দাঁড়াবে অপরাধীদের বিচার কামনা করবে আল্লাহ তাআলা নিজে সেদিন জালিমদের বিচার করবেন।

তিনি আরও বলেন, অনাকাক্সিক্ষত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সামনে বিমান বিধ্বস্ত হয়ে দুর্ঘটনায় যারা মারা গেলেন তারাও শহীদ। যারা চিকিৎসাধীন অবস্থায় আছে তাদেরকে রক্ত দেওয়া, পরিবারের পাশে দাঁড়ানো, সান্ত্বনা দিয়ে পাশে থাকা এই সময়ের সবচাইতে সওয়াবের কাজ হবে। আগুনে পুড়ে যারা মারা যায় অথবা দুর্ঘটনায় কবলিত হয়ে যারা মারা যায় নিশ্চয়ই তারাও শহীদ।

সবশেষে বক্তারা বলেন, জুলাই ২৪ এর শহীদদের সেদিনের আত্মত্যাগ জাতিকে ন্যায় ও মানবিকতার পথে অবিচল রাখার অনুপ্রেরণা জোগায়।

সভায় বক্তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করেন এবং তাঁদের পরিবারের প্রতি সহানুভূতি ও সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে মসজিদ কমিটির সদস্য বৃন্দ ছাড়াও স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফারহান দিনার, জুলাই আন্দোলনে আহত যোদ্ধা মো. সৌরভ। যুগ্ন সমন্বয়কারী কেন্দ্রীয় কার্যালয় সৈয়দ মোহাম্মদ সোহরাব। আয়োজনটি পরিচালনায় ছিলেন শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদের মসজিদ কমিটিবৃন্দ।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার