ক্যাটাগরি: জাতীয়

বিমান বিধ্বস্ত: আহতদের বহনে মেট্রোরেলে বগি রিজার্ভ

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুপুর ১টার পর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত তিনজনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। এতে আহতদের বহনের জন্য মেট্রোরেলের একটি বগি রিজার্ভ রাখা হয়েছে।

সোমবার (২১ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে এক বর্তায় এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আহতদের বহন করার জন্য মোট্রোরেলের নারী বগির পাশের বগি অর্থাৎ সামনের দিক থেকে দ্বিতীয় বগি রিজার্ভ রাখা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার