সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৮৬০ কোটি টাকা ছাড়িয়েছে। যা গত সাড়ে ১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২১ জুলাই) ডিএসইতে ৮৬০ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এরআগে গত বছরের ০২ সেপ্টেম্বর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ ৩৫ হাজার টাকা।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে। এদিন প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৫ হাজার ২১৯ পয়েন্টে দাড়িয়েছে।
এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএস৩০ সূচক ১৮ দশমিক ০৪ পয়েন্ট বেড়েছে। আর ডিএসইএস সূচক বেড়েছে ৯ দশমিক ৬১ পয়েন্ট।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১১৭ কোম্পানির। বাকি ২২৪ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।
এসএম