চুয়াডাঙ্গায় ‘গোলাগুলিতে’ নিহত ২

চুয়াডাঙ্গায় ‘গোলাগুলিতে’ নিহত ২
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দুই পক্ষের মধ্যে কথিত গোলাগুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার গোবিন্দহুদা মাঠে এ ‘গোলাগুলি’র ঘটনা। ঘটনাস্থল থেকে তিন বস্তা ফেনসিডিল, একটি এলজি শুটারগান, দুই রাউন্ড গুলি, চারটি রামদা ও চারটি হাতবোমা উদ্ধার করার দাবি করেছে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ঝন্টু মিয়া ও একই উপজেলার চারুলিয়া গ্রামের মশিউর রহমানের ছেলে ধুলো বিশ্বাস।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে গোবিন্দহুদা মাঠে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে জানান।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ কোন্দল অথবা মাদক নিয়ে দুই দল চরমপন্থির মধ্যে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে।

জেলার সহকারী পুলিশ সুপার আবু রাসেল জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে গোলাগুলিতে ঝন্টু ও ধুলো নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ঝন্টু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। এছাড়া ধুলো চারুলিয়ার কুখ্যাত চরমপন্থি। তার বিরুদ্ধে ছয়টি হত্যাসহ একডজনেরও বেশি মামলা রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা