সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮০টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২০ জুলাই) কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ২৪ শতাংশ। আর ৯ দশমিক ২১ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এসবিএসি ব্যাংক পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম, ডেসকো, বিএসসি, আমান কটন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।
এসএম