ক্যাটাগরি: অর্থনীতি

বৈদেশিক ঋণে সরকারের অভ্যন্তরীণ ঋণের ভার কমেছে

২০২৪-২৫ অর্থবছরের শেষ দিকে আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি, জাইকা ও এআইআইবিসহ বিভিন্ন উৎস থেকে ৫০০ কোটি ডলারেরও বেশি বৈদেশিক ঋণ পেয়েছে বাংলাদেশ। এর ফলে সরকার দেশীয় ব্যাংক খাত থেকে নেওয়া ঋণের বড় অংশ পরিশোধ করতে পেরেছে। এতে অভ্যন্তরীণ ঋণের ভার কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত ৩০ জুন ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণ দাঁড়ায় পাঁচ লাখ ৪৬ হাজার ৮৬২ কোটি টাকা, যা তার আগের দিন (২৯ জুন) ছিল ৫ লাখ ৫২ হাজার ৯৭৩ কোটি টাকা। অর্থাৎ, একদিনেই ঋণ কমেছে ৬ হাজার ১১১ কোটি টাকা।

গত অর্থবছরে সরকার মোট ৭২ হাজার ৩৭২ কোটি টাকার নিট ব্যাংক ঋণ গ্রহণ করেছে, যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ২৬ হাজার ৬২৮ কোটি টাকা কম এবং গত চার অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।

অর্থনীতিবিদদের আশঙ্কা ছিল, রাজস্ব আদায় কমে যাওয়ায় সরকারকে অভ্যন্তরীণ উৎস থেকে বেশি ঋণ নিতে হতে পারে। বাস্তবে তা হয়নি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় দাঁড়িয়েছে তিন লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫ হাজার ৩২৩ কোটি টাকা কম এবং আগের বছরের তুলনায় ১৪ হাজার ৩৮৫ কোটি টাকা কম।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, ‘বৈদেশিক ঋণপ্রবাহ বাড়ায় সরকারের দেশীয় ঋণ সমন্বয় সম্ভব হয়েছে।’

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সরকার ব্যাংক খাত থেকে এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করলেও অন্তর্বর্তী সরকার তা সংশোধন করে ৯৯ হাজার কোটি টাকা করে। পরবর্তী সময়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর তা আরও কমিয়ে লক্ষ্য নির্ধারণ করেন ৯০ হাজার কোটি টাকার মধ্যে।

অর্থবছরের শেষ হিসেবে দেখা যাচ্ছে, সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে এক লাখ ৩৬ হাজার ৩৬৯ কোটি টাকা ঋণ নিয়েছে, যার ফলে বাণিজ্যিক ব্যাংকে ঋণের মোট স্থিতি দাঁড়িয়েছে চার লাখ ৫৮ হাজার ৮১১ কোটি টাকা। বিপরীতে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণ কমিয়ে আনা হয়েছে ৬৩ হাজার ৯৯৭ কোটি টাকা, ফলে মোট স্থিতি নেমে এসেছে ৯২ হাজার ৫১ কোটি টাকায়।

সঞ্চয়পত্রে সরকারের ঋণ পাঁচ হাজার ৮৯৪ কোটি টাকা কমেছে। অন্য অভ্যন্তরীণ উৎস থেকেও ৪৮ হাজার ৩২২ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। সব মিলিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নিট ঋণ বেড়েছে এক লাখ ২০ হাজার ৬৯৪ কোটি টাকা, যার মোট স্থিতি এখন ছয় লাখ ৮৭ হাজার ৪৭৫ কোটি টাকা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকার ব্যাংক খাত থেকে এক লাখ চার হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

শেয়ার করুন:-
শেয়ার