শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে ছাত্রশিবিরের ‘টর্চ লাইট’ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ‘টর্চ লাইট’ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় নিরাপদ ক্যাম্পাস ও শতভাগ আবাসিকতা নিশ্চিত করার দাবিও জানান সংগঠনটি।

শুক্রবার (১৮ জুলাই) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

মিছিলে তারা ‘আমার ভাই মরলো কেন’ প্রশাসন জবাব চাই’, ‘পুকুরে লাশ কেন, প্রশাসন জবাব চাই’, ‘সাজিদ হত্যার তদন্ত, করতে হবে করতে হবে’, ‘আর কত পরলে লাশ, প্রশাসনের হবে লাজ’, ‘ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত কর, করতে হবে’, ‘লাশ নিয়ে রাজনীতি, চলবে না চলবে না’, ‘প্রশাসনের তালবাহানা, চলবে না চলবে না’, ‘শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত’ ইত্যাদি স্লোগান দেয়।

এসময় শাখা ছাত্রশিবির নেতা হাসানুল বান্না অলি বলেন, ‘সদর হাসপাতালের ডাক্তার বলেছে পোস্টমর্টেম রিপোর্ট আসতে আড়াই মাস সময় লাগবে। আমরা আগামী ২ দিনের মধ্যে পোস্টমর্টেম রিপোর্ট দেখতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির আগামী ৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন টালবাহানা করে তদন্তের নামে মুলা ঝুলিয়ে দেয়। আমরা কেউ সাজিদের মতো হতে চাই না। আমরা তার রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই।’

শাখা ছাত্রশিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান বলেন, ‘আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের ভাই সাজিদ আবদুল্লাহকে কেন হারালাম এটা জানার জন্যে। এটার সুষ্ঠু তদন্ত প্রশাসনকে করতে হবে। এটা নিয়ে প্রশাসন কোন অবহেলা করতে পারবে না, এটাকে নিয়ে কোন রাজনীতির আশ্রয় নেয়া যাবে না। আপনারা শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন-দশ কার্যদিবসের ভেতরে তদন্ত রিপোর্ট পেশ করবেন। যদি তা এগারো দিনে গড়ায় তাহলে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেয়া হবে। আজকে ছাত্রশিবির দলীয় দাবি নিয়ে এখানে আসে নাই, শিক্ষার্থীদের দাবি নিয়ে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে নিরাপত্তাহীনতায় ভুগছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত কর‍তে হবে।’

এছাড়া তিনি আরও বলেন, ‘এখানে শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই। গুরুত্বপূর্ণ স্থানে লাইটিং ও সিসিটিভি স্থাপন করা হয় নাই, যদি আপনারা মনে করেন আপনাদের টাকা নাই, নিজেদের কাঙ্গালী মনে হয়, তাহলে আমাদেরকে বলুন ভিক্ষা দিয়ে প্রশাসনকে সহায়তা করবো। কিন্তু এই কাঙ্গালিপনা আমাদের দেখাবেন না।’

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষার্থীদের দাবি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে। বড় ভাই রাজনীতি সিস্টেম আর চলবে না। শুধু এখানে-সেখানে বক্তব্য দেয়া প্রশাসনের কাজ নয়। শিক্ষার্থীদর নিরাপত্তা নিশ্চিত সহ সুবিধা-অসুবিধা দেখা প্রশাসনের কাজ। যদি শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা না বুঝেন তাহলে এমন এক আন্দোলন গড়ে তোলা হবে যাতে প্রশাসন টিকতে পারবে না। ইকসু নিশ্চিত করতে হবে তাহলে প্রশাসন হবে শিক্ষার্থীবান্ধব। নাহলে প্রশাসন শিক্ষার্থীবান্ধব হবে না। আগামীকাল থেকে শিক্ষার্থীদের দাবি আদায়ে যে আন্দোলন হবে ইসলামী ছাত্রশিবির সবসময় সাথে থাকবে।’

অর্থসংবাদ/সাকিব/কাফি

শেয়ার করুন:-
শেয়ার