জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, উত্তরা থানা শাখার কর্মী মাহমুদুল হাসান রিজভীর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় উত্তরার বিএনএস সেন্টারের সামনে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে শহীদ রিজভীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি – ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।
শ্রদ্ধা নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি – ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা. সাজেদুল হক রুবেল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় নেতা চৌধুরী জোসেন, যুবনেত্রী মিনা চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের সভাপতি গৌতম চন্দ্র শীল, ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরের সভাপতি সালমান রাহাত, সাধারণ সম্পাদক প্রিজম ফকির, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল হাসান সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডা. সাজেদুল হক রুবেল বলেন, “অভ্যুত্থানের যেই জন-আকাঙ্খা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিনিয়ত তার বিপরীতে চলছে। যুক্তরাষ্ট্রে গিয়ে এই গণঅভ্যুত্থানকে মেটিকুলাস ডিজাইনড বলে প্রধান উপদেষ্টা দেশের জনগণের সাথে প্রতারণা করেছেন। জনগণের ত্যাগকে অবজ্ঞা করে বাংলাদেশকে বিদেশি প্রভুদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের কথা শুনলেই ওনাদের সংস্কারের কথা মনে হয়, কিন্তু গত এক বছরে দৃশ্যমান কোন সংস্কারই করতে পারেন নাই। এমনকি বিচারকার্যও শুরু করতে পারেন নাই। জনগণের প্রকৃত মুক্তি নিশ্চিতে বাম-প্রগতিশীল শক্তি একত্রিত হয়ে লড়াই চালিয়ে যেতে হবে।”
সভাপতির বক্তব্যে মাহির শাহরিয়ার রেজা বলেন, “২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন মূলত স্বৈরাচার পতনের আন্দোলনের রূপান্তরিত হয়। ছাত্রসমাজ বুঝতে পেরেছিল পরাক্রমশালী স্বৈরাচারকে পরাস্ত করলে না পারলে ন্যায্য দাবি আদায় করা সম্ভব নয়। সেই ১৮ জুলাই উত্তরায় ২৯ জন ছাত্র-জনতা শহীদ হন। ছাত্র ইউনিয়ন কর্মী মাহমুদুল হাসান রিজভী মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
আজ জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর হতে চলল। অথচ জুলাই হত্যাকাণ্ডের বিচারের কোন অগ্রগতি আমরা দেখছি না। উলটো অভ্যুত্থানের চেতনার বিপরীতে গিয়ে নতুন আরেকটি গণবিরোধী সরকার আমরা পরিলক্ষিত করছি। মুক্তিযুদ্ধকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অথচ সরকার নির্বিকার। জুলাইয়ের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হলেও জনগণের মুক্তি আসে নাই। জনগণের মুক্তির লক্ষ্যে আরও একটি গণঅভ্যুত্থান প্রয়োজন। সেই গণঅভ্যুত্থান হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের দেশপ্রেমিক গণতান্ত্রিক, প্রগতিশীল, সাম্যবাদী শক্তির হাত ধরে। আগামীর সেই লড়াইয়েও ছাত্র ইউনিয়ন সামনের সারিতে থেকে নেতৃত্ব দিবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ভেতর দিয়েই শহীদ রিজভীসহ সকল শহীদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।”
কাফি