ক্যাটাগরি: পুঁজিবাজার

বিএসইসির পরিচালক হলেন মনির হোসেন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তা-কে (উপসচিব) বদলিপূর্বক বর্ণিত পদে প্রেষণে তাঁর চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হলো।

এর আগে ১ জুন বিএসইসির যুগ্ন পরিচালক হিসেবে মোহাম্মদ মনির হোসেন হাওলাদারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়। সেসময় তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালকের (উপসচিব) দায়িত্ব পালন করছিলেন। তবে এ পদে বিএসইসিতে যোগদান করেননি তিনি। তাই নতুন করে পরিচালক পদে নিয়োগের আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এছাড়াও তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব, সিরাজগঞ্জের জেলা প্রশাসক, বরিশালের এডিসি, বরগুনার বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বরগুনার বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার