ক্যাটাগরি: রাজনীতি

নির্বাচনের আগে অবশ্যই গণহত্যাকারীদের বিচার করতে হবে: ড. হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, নির্বাচনের আগে অবশ্যই গণহত্যাকারীদের বিচার করতে হবে; তাদের বিচার ব্যতীত দেশের নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল নিশ্চিত করা সম্ভব নয়।

বুধবার (১৬ জুলাই) শাহজাহানপুর পশ্চিম থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় সমাবেশের প্রচারাভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে জনমত সৃষ্টির লক্ষ্যে শাহজাহানপুর পশ্চিম থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রচারাভিযান পরিচালনা করা হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ড. হেলাল উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর যে নেককারজনক হামলা হয়েছে এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, জুলাই যোদ্ধারা সারা দেশব্যাপী যে সমস্ত কর্মসূচি পালন করছে তা প্রশাসনকে জানিয়ে পালন করা হচ্ছে এরপরও প্রশাসন তাদের জন্য নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার সন্ত্রাসী বাহিনী এখনো আগের মতই সংসার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। আওয়ামী লীগ এর নেতাকর্মীরা তাদের কৃতকর্মের জন্য কোন অনুশোচনা করেনি। বরং তারা আগের মতই ফুল এবং সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। আওয়ামী লীগের লোকেরা এখনো তাদের অভ্যাস অনুযায়ী নিরীহ মানুষের উপর সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। এই সন্ত্রাসী বাহিনীদেরকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তবে তারা গর্তের মধ্যে লুকিয়ে থেকে মাঝেমধ্যেই তারা মাথা চারা দিয়ে উঠবে। এবং নিরীহ মানুষের উপর হামলা করে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যাবে। জুলাই যোদ্ধাদের উপর তারা যেভাবে নির্যাতন করেছে তাতে প্রমাণিত হয় আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলের নাম ছিল না বরং একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর নাম ছিল।

তিনি আরও বলেন, বর্তমান অন্তবর্তী সরকার ইতিমধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে তবে তবে এই সন্ত্রাসী দলকে শুধু নিষিদ্ধ ঘোষণা করলেই হবে না বরং তাদের বিরুদ্ধে বিচার পরিচালনা করে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে তিনি জানান। একই সাথে আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে বলে সরকারের প্রতি আহবান জানান।

ড. হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ জামাত ইসলামী বারবার দাবি জানিয়ে আসছে কোন হত্যাকারীদের বিচার করতে হবে তাদের বিচার করা ব্যতীত দেশে নির্বাচনের সুস্থ পরিবেশ ফিরে আসবেনা। আজ গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সারাদেশে আওমী সন্ত্রাসীরা এখনো সরিয়া ছিটিয়ে রয়েছে। আজ শুধু গোপালগঞ্জের সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে সরকার হিমশিম খাচ্ছে নির্বাচনের সময় সারা দেশের সন্ত্রাসীদের সরকার কিভাবে নির্বাচিত নিয়ন্ত্রণ করবে তা নিয়ে জনগণের মনে প্রশ্ন রয়েছে এজন্য আমি মনে করি নির্বাচনের আগে অবশ্যই সন্ত্রাসীদের গণহত্যার দায়ে বিচার করতে হবে।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা ও শাহজাহানপুর পশ্চিম থানা আমীর সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে শাহজাহানপুর পশ্চিম থানার সেক্রেটারি মো.আব্দুল্লাহিল কাফি মামুন, শাহজাহানপুর পশ্চিম থানার সাবেক আমীর মো. গিয়াস উদ্দিন, ১২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মুহিবুল্লাহ সহ থানা কর্মপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার