ক্যাটাগরি: রাজনীতি

এনসিপির কর্মসূচিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণঅধিকার পরিষদের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ শান্তিপূর্ণ কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। সেই সঙ্গে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।

আজ বুধবার (১৬ জুলাই) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গণঅভ্যুত্থানের পর এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণ, গুলি বর্ষণ অত্যন্ত ন্যাক্কারজনক।

নেতৃদ্বয় বলেন, ছাত্র-শ্রমিক-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী, স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতনের পরও নিষিদ্ধ ঘোষিত এই দলটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চক্রান্তে লিপ্ত রয়েছে। গোপালগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে হামলা এবং বিস্ফোরণের ঘটনা এর জ্বলন্ত প্রমাণ।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দেশে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে, তখন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এসব সন্ত্রাসী কার্যকলাপ রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে তুলছে, যা অনতিবিলম্বে বন্ধ না করলে এর পরিণতি হবে ভয়াবহ।

নেতৃদ্বয় অবিলম্বে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলাকারী নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সন্ত্রাসীদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন:-
শেয়ার