ক্যাটাগরি: রাজনীতি

সর্বজনের বাংলাদেশ গড়ে তোলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সর্বজনের অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। যে বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ, কৃষকের বাংলাদেশ, মধ্যবিত্তের বাংলাদেশ, আমজনতার বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ায় আজ আবার শপথ নিলাম।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ ১৫তম দিনে ভোলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা বনাম রাজাকার -এর মধ্য দিয়ে শেখ হাসিনা দেশকে বিভাজিত করে রেখেছিলেন। মুজিববাদী আদর্শ গত ৫০ বছর দেশকে বিভাজিত করে রেখেছিল। ২৪’র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। সাধারণ মানুষের গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়।

এর আগে ভোলার জেলা পরিষদের চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে বাংলা স্কুল মোড়, সদর রোড, কালিনাথ বাজার হয়ে ইলিশ চত্বর, জেলা পরিষদ অফিসের সামনে হয়ে প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এই সময় ধর্ষক ও চাঁদাবাজের বিরুদ্ধে স্লোগান দিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম পথসভা শুরু করেন।

পথসভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় সদস্য হাসিব আর রহমান, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, বরিশাল অঞ্চল তত্ত্বাবধায়ক ও যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ভোলার শহীদ হাসানের পিতা মনির হোসেনসহ প্রমুখ।

পথসভায় ভোলার চিকিৎসা, শিক্ষা অবকাঠামোর অভাব ও জ্বালানী সংকটসহ নানা সমস্যার কথা তুলে ধরে সামান্তা শারমিন বলেন, ভোলাকে আমরা চাঁদাবাজদের আস্তানা হতে দিবনা। এই ভোলাকে আমরা ধর্ষকদের আস্তানা হতে দেব না। এসময় ধর্ষক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মতো আবারও ঐক্যবদ্ধ হবার জন্য ভোলাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সামান্তা শারমিন আরো বলেন, অন্তবর্তীকালীন সরকার মৌলিক সংস্কারের জন্য যে যে কাজগুলো করা দরকার ছিল সেই কাজগুলো ঠিকমত করছেনা। ভোলায় ৫৭ জন শহীদ পরিবার আছে, এই ৫৭ জন শহীদ পরিবারের দেখভালের দায়িত্ব ছিল জুলাই ফাউন্ডেশনের। কিন্তু জুলাই ফাউন্ডেশন আহত ও শহীদদের জন্য ঠিকমত কাজ করেনি।” এসময় জনগণের সরকার গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ১৫শ দিনে আজ ভোলায় পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। এ নিয়ে মোট ৩১ টি জেলায় ‘জুলাই পদযাত্রা’ সম্পন্ন হলো। সন্ধ্যায় বরিশাল শহরে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

শেয়ার করুন:-
শেয়ার