ক্যাটাগরি: রাজনীতি

‘জাতীয় সমাবেশ’ দেশ ও জাতির জন্য অতি গুরুত্বপূর্ণ: ড. হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, আগামী ১৯ জুলাই দেশ ও জাতির জন্য অতি গুরুত্বপূর্ণ সমাবেশ। সেই ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে জাতীয় জীবনের গতিপথ ও করণীয় নির্ধারিত হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর কাঁটাবনের একটি অডিটোরিয়ামে আয়োজিতে এক সভায় তিনি এসব কথা বলেন। সাত দাবিতে আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশ’ করবে জামায়াতে ইসলামী। সমাবেশ সফলে জোর তৎপরতা চালাচ্ছে দলটি। এর অংশ হিসেবে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণ, ঢাকার বিভিন্ন ইনিস্টিটিউটের দায়িত্বশীলবৃন্দ ও ১৫০ জন চিকিৎসকদের নিয়ে প্রস্তুতি সভা করেছে দলটি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সেন্ট্রাল জয়েন সেক্রেটারি ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মো: গোলাম ফারুক। সভা পরিচালনা করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডা. মারুফ শাহরিয়ার।

অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, আগামী ১৯ তারিখে দেশ ও জাতির জন্য অতি গুরুত্বপূর্ণ সমাবেশ। সেই ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে জাতীয় জীবনের গতিপথ ও করণীয় নির্ধারিত হবে। আমরা ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ জাতীয় সমাবেশের ডাক দিয়েছি। দাবিগুলো আদায় হলে দেশে গণতন্ত্র,গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন ফিরে আসবে এবং দুর্নীতিমুক্ত ইনসাফপূর্ণ সমাজ গঠনে সহায়ক হবে। আর জুলাই সনদ ঘোষণা ও তা বাস্তবায়ন করা গেলে রাজনীতিতে দুর্বৃত্তায়ন বন্ধ হবে।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে সোহরাওয়াদী উদ্যানে ঐতিহাসিক ‘জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার