পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন উৎপাদন লাইন স্থাপনের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি স্থানীয় বাজার থেকে প্রায় ৯২ লাখ ৫৩ হাজার টাকার যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই যন্ত্রপাতি ব্যবহৃত হবে পাউডার ড্রিংক উৎপাদনের জন্য, যার মধ্যে রয়েছে সিপো ফ্রুটি স্যালাইন ও অরেঞ্জ পাউডার ড্রিংক।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, নতুন উৎপাদন লাইন চালু হলে বছরে ৪ হাজার ৪২৭ মেট্রিক টন পাউডার ড্রিংক উৎপাদন করা যাবে। যার মধ্যে সিপো ফ্রুটি স্যালাইন হবে ১ হাজার ৬৮২ মেট্রিক টন এবং অরেঞ্জ পাউডার ড্রিংক ২ হাজার ৭৪৫ মেট্রিক টন।
এই নতুন উৎপাদন লাইন নারায়ণগঞ্জ জেলার মদনপুর বন্দরের কেওধলা, মদনপুর কারখানায় স্থাপন ও কমিশন করা হবে।
অর্থসংবাদ/কাফি