সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০২ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭০ টির দর কমেছে। রোববার (১৩ জুলাই) সবচেয়ে বেশি দর কমেছে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৮.০০ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রুপালী ব্যাংক এর দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৬.২৫। আর ৬০ পয়সা বা ৫.৩৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে পেনিনসুলা চিটাগাং।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের ৪.৭৭ শতাংশ, রলাভেলোর ৪.২২ শতাংশ, এবি ব্যাংকের ৪.১৭ শতাংশ, ভিএফএস থ্রেডের ৪.১৭ শতাংশ, এস কে ট্রিমসের ৩.৭৭ শতাংশ, সান লাইফ ইন্সুরেন্সের ৩.৭৪ শতাংশ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৩.৭০ শতাংশ কমেছে।
কাফি