‘এশিয়া ইয়ুথ, ওমেন নেটিজেন মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার জিতেছেন দ্য ডেইলি স্টারের বিক্রয় ও বিপণন প্রধান এবং তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের সাবেক সভাপতি ইমরান কাদির। যা এশিয়ার ‘টপ অউটস্টান্ডিং ইয়ুথ মার্কেটার অব দ্য ইয়ার ২০২৫’ নামে স্বীকৃত। আগামী নভেম্বরে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠান আয়োজন করে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
এশিয়া মার্কেটিং ফেডারেশনের (এএমএফ) ১৭টি সদস্যদেশের সঙ্গে প্রতিযোগিতা করে তিনি এই পুরস্কার জিতেছেন। দেশগুলো হচ্ছে- কম্বোডিয়া, চীন, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, ম্যাকাও, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
এএমএফ’র পাঠানো এক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, জুরিবোর্ডের সদস্যরা সমস্ত জমা দেওয়া কাগজপত্রের একটি সূক্ষ্ম মূল্যায়ন করেছেন এবং আগামী নভেম্বর মাসের ১২ থেকে ১৫ তারিখে শ্রীলঙ্কার কলম্বোতে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার প্রদান করা হবে। এই বিশেষ অনুষ্ঠানে এশিয়ার মার্কেটিং পেশাদারদের নেতারা উপস্থিত থাকবেন ।
ইমরান কাদির পেশায় একজন গণমাধ্যমকর্মী, বর্তমানে দ্য ডেইলি স্টারের বিক্রয় এবং বিপণন প্রধান হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি বেশ কয়েকটি স্টার্টআপ ব্যবসার অংশীদার। তিনি মিশন সেভ বাংলাদেশ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা। ইমরান স্নাতক সম্পন্ন করেছেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে। বিনিয়োগ বিষয়ে আগ্রহ থেকে তার লেখা বই রোড টু ওয়েলথ, পাঠক মহলে সমাদৃত।
কাফি