পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসি বন্ড ইস্যু পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন এনেছে। সাবঅর্ডিনেটেড বন্ডের পরিবর্তে এবার জিরো-কূপন সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটি ব্যাসেল-৩ এর নির্দেশনা অনুযায়ী টায়ার-২ মূলধন শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই বন্ড ইস্যুর মাধ্যমে ৮০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে, এটি বাংলাদেশ ব্যাংকসহ নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনের পর চূড়ান্তভাবে কার্যকর হবে।
উল্লেখ্য, জিরো-কূপন বন্ডে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সুদ প্রদান না করে ছাড়মূল্যে বিক্রি করা হয় এবং পরিপক্কতার সময় পূর্ণ মূল্য পরিশোধ করা হয়। ফলে এই ধরনের বন্ড ইস্যু ব্যাংকের মূলধন কাঠামো পুনর্গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারে।
এসএম