দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ভালো মানের ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক থেকে বাদ পড়েছে তিনটি কোম্পানি। এর বিপরীতে নতুন করে এই সূচকে যুক্ত হয়েছে তিন কোম্পানি। অর্ধবার্ষিক লেনদেন পর্যালোচনা করে ডিএস-৩০ সূচকে এই পরিবর্তন আনা হয়েছে। বুধবার ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএসই জানিয়েছে, ডিএস-৩০ সূচক থেকে যে তিনটি কোম্পানি বাদ পড়েছে সেগুলো হলো সরকারি মালিকানাধীন কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড বা বিএসআরএম লিমিটেড ও পাওয়ার গ্রিড। এর বিপরীতে এই সূচকে নতুন করে যুক্ত হয়েছে তিন কোম্পানি। নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো হাইডেলবার্গ সিমেন্ট, লাভেলো আইসক্রিম ও লিনডে বাংলাদেশ।
ডিএসই আরও জানিয়েছে, অর্ধবার্ষিক লেনদেন পর্যালোচনায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ও ডিএসই এসএমই গ্রোথ সূচকে নতুন করে কোনো সূচক যুক্ত হয়নি বা বাদও পড়েনি। কারণ হিসেবে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, উল্লেখিত সময়ে শেয়ারবাজারে নতুন কোনো কোম্পানি তালিকাভুক্ত হয়নি। ফলে এই দুটি সূচক গণনায় নতুন কোনো কোম্পানি যুক্ত হয়নি।
এসএম