ক্যাটাগরি: রাজনীতি

চাঁদাবাজি বন্ধে বাধা, মোহাম্মদপুরে এনসিপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলা

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অবৈধ চাঁদাবাজিতে বাধা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ৬ জন এনসিপি নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার (৯ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার দপ্তর সমন্বয়কারী এম এম শোয়াইব এ তথ্য জানান। তিনি অভিযোগ করেন, সাবেক মেয়র আতিকুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চিহ্নিত সন্ত্রাসী মাহবুব আলম এই হামলার নেতৃত্ব দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদপুরের কৃষি মার্কেটে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র চাঁদাবাজি করে আসছিল। সেই চাঁদাবাজির প্রতিবাদ জানাতে ও বৈধ দোকানদারদের অধিকার ফিরিয়ে দিতে এনসিপির মোহাম্মদপুর থানা শাখার প্রতিনিধিদল মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর কার্যালয়ে যান। তাদের মধ্যে ছিলেন মো. মোস্তাকিম, অ্যাডভোকেট লুৎফুল কবির সুজন, জাবেদ, শাওন ও আরও অনেকে।

তারা কার্যালয়ে পৌঁছানোর পরপরই ওত পেতে থাকা মাহবুব আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ঘিরে ধরে এবং একটি রুমে আটকে রেখে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে মোস্তাকিম, কবীর সুজন, জাবেদ, শাওন, সানীসহ একাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। একই সঙ্গে তাদের মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ অর্থ ছিনতাই করা হয়।

আহতদের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাহবুব আলম আওয়ামী লীগ আমল থেকেই সিটি করপোরেশনে মেয়র আতিকের ঘনিষ্ঠ হিসেবে তদবির, টেন্ডার বাণিজ্য এবং চাঁদাবাজির সঙ্গে যুক্ত। মোহাম্মদপুর অঞ্চলে ময়লা পরিষ্কার, ফুটপাত এবং মার্কেটভিত্তিক চাঁদা আদায়ে এক ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে সে।

৫ আগস্টের পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় মাহবুবের নেতৃত্বে নতুন একটি চাঁদাবাজ চক্র গড়ে ওঠে, যারা মোহাম্মদপুরের বিভিন্ন স্থান থেকে নিয়মিত চাঁদা তোলে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই চলে হামলা ও মিথ্যা মামলার ভয়ভীতি।

এর আগেও মোহাম্মদপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপরও প্রকাশ্যে হামলা চালিয়েছিল মাহবুব ও তার সহযোগীরা, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করে এনসিপি।

এনসিপি জানিয়েছে, মোহাম্মদপুরের কৃষি মার্কেট ও আশপাশের এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন তারা চালিয়ে যাবে এবং হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার